স্বাস্থ্য বিধি শিকেয় তুলে স্বাস্থ‍্যসাথী কেন্দ্রে উপচে পড়া ভীড় : নজর নেই প্রশাসনের

6th August 2021 8:46 am মালদা
স্বাস্থ্য বিধি শিকেয় তুলে স্বাস্থ‍্যসাথী কেন্দ্রে উপচে পড়া ভীড় : নজর নেই প্রশাসনের


দেবাশীষ পাল ( মালদা ) :   প্রশাসনের তরফে বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে করোনা তৃতীয় ঢেউ রোধে স্বাস্থ্য বিধি মেনে চলার , মাস্ক ব‍্যবহারের ।  জেলার বিভিন্ন জায়গায় মাস্ক ছাড়াই চলাচল মানুষদের ধরপাকর করলেও হুঁশ নেই সাধারণ মানুষের। আগাম সর্তক বার্তা দেওয়া সত্বেও মালদা জেলা প্রশাসন ভবন চত্বরেই করোনা ভাইরাসের সমস্ত ধরনের বিধি-নিষেধকে উপেক্ষা করেই "স্বাস্থ্য সাথী" সহায়তা কেন্দ্রের সামনে লাইনে উপচে পড়লো ভিড়। হেলদোল নেই প্রশাসনের ও । সেখানেই মানা হচ্ছে না কোন শারীরিক দূরত্ব , এমনকি ঠাসা ভীড় লাইনে বহুজন ই দাঁড়িয়ে মাস্ক বিহীন অবস্থায় । স্বাস্থ্য সাথী কার্ড করতে এসে স্বাস্থ্য বিধিকে বুড়ো আঙুল প্রশাসনিক ভবনেই !  এ বিষয়ে লাইনে দাঁড়ানো মহিলাদের জিজ্ঞাসাবাদ করলে তাদের বিভিন্ন ধরনের অজুহাত। কেউবা জানাচ্ছেন যে মাস্ক ব্যাগে রাখা আছে, আবার কেউ বা শ্বাসকষ্টের জন্য পরছেন না, কেউবা বাড়ি থেকে মাস্ক আনতে ভুলে গেছেন এমন নানা ধরনেরই অজুহাতেই দায় সারছেন ।





Others News